শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন বিএনপি’র নবঘোষিত আহব্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মিরা।
শনিবার বিকেলে কোচাশহর রোজ গার্ডেন থেকে বিক্ষুদ্ধ হাজারো নেতা-কর্মীরা নবগঠিত অবৈধ কমিটি অবিলম্বে বাতিলের দাবীতে বিভিন্ন শ্লোগান শ্লেগানে বিক্ষোভ মিছিল বের করে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শেষে কোচাশহর শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশারফ হোসেন, ফরিদুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, কোচাশহর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে তা কোচাশহর বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মি ও সমর্থকরা প্রত্যাখ্যান করেছে।
বিগত গত ১৭ বছরে জেল-জুলুম, মামলা- হামলায় নির্যাতিত ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে বাদ দিয়ে সাবেক ফ্যাসিস্ট সরকারের দালালদের অন্তর্ভূক্ত করে কমিটি ঘোষনা করায় কোচাশহর বিএনপি’র নেতা-কর্মীসহ ভোটারদের সাথে বেঈমানী করা হয়েছে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে নবঘোষিত এই আহব্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষনা করার দাবী জানান। অন্যথায় রাজপথে থেকেই বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা দাবী আদায়ে আন্দোলন করে যাবে।