এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট প্রতিনিধিঃ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জয়পুরহাট শহরের দি ফ্রেন্ডস আইসল্যান্ডের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও উপ-সহকারী কৃষি অফিসার আসাদুর রহমানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আলীম, সহ-সভাপতি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমল চন্দ্র মন্ডল সহ প্রায় ১শ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মহূর্তে দেশ জাতি ও কৃষকদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।