রবিউল ইসলাম, ঝিনাইদহ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ৮২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হরিনাকুন্ডু উপজেলা শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, হরিনাকুন্ডু উপজেলার সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারন সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক এ্যাড. এম এ মজিদ জানায়, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হরিনাকুন্ডু উপজেলা ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৮১ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই উপহারের মাধ্যমে ৮২টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর স্বচ্ছলতা আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।