মো.নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি: ভয়াল ২৫মার্চ কালরাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক- সাংস্কৃতিক সংগঠনসমূহ এই আলোর মিছিলের আয়োজন করে। সন্ধ্যা সাড়ে ৭ টায় গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন অভিশপ্ত বধ্যভ‚মিতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় সিপিবি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী আন্দোলন, বাসদ মার্কসবাদী, গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ নারী আন্দোলন, উদীচী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
মিছিল শেষে বধ্যভ‚মিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুম।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, কমিউনিস্ট পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদজ্জামান রব্বানী, রাজনীতিক রেবতী বর্মণ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, সাধারণ স¤পাদক রজতকান্তি বর্মন, সাম্যবাদী দলের মঞ্জুর আলম মিঠু, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের প্রবীর চক্রবর্তী ও গোলাম রব্বানী মুসা, নাট্যকার শাহ আলম বাবলু, উদীচীর শিরিন আকতার, মহিলা পরিষদের মাহফুজা খানম মিতা ও রিকতু প্রসাদ, সিপিবি নারী শাখার মিতা হাসান, নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, কবি সোহেল রানাসহ আরও অনেকে।