এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুল মজিদ মোল্লা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা (৬০) এবং বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন। তারা দুজনেই উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে জয়পুরহাট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না দিয়ে দু’ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
জয়পুরহাট জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন জানান, আব্দুল মজিদ মোল্লা ও আলমগীর চেয়ারম্যান আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুরহাট আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।