এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধিঃ প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করবেন জয়পুরহাট সিদ্দিকা কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মতিন। এ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
ঈদের চাঁদ দেখা গেলে জেলার সদরে ১৩১টি, পাঁচবিবিতে ১১১টি, কালাইয়ে ৬৯টি, ক্ষেতলালে ৫৭টি ও আক্কেলপুরে ৮৯টি ঈদগাহসহ মোট ৪৫৭ টি মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা গেছে।
পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে ঈদগাহ্ মাঠে নামাজ আদায় সম্ভব না হলে কেন্দ্রীয় জামে মসজিদ ও জেলা মডেল মসজিদে সকাল ০৮টায় প্রথম জামায়াত ও সকাল ০৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার এবং বেসরকারি এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও ঈদের দিন ও ঈদ পরবর্তী সপ্তাহে মোটর সাইকেলে চালকসহ দুই বা ততোধিক যাত্রী নিয়ে তরুণদের বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করার প্রবণতা লক্ষ্য করা যায়। এ বিষয়ে কঠোর নজরদারিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে জয়পুরহাট-হিলি রাস্তায় বেপরোয়া চলাচল রোধকল্পে নজরদারি রাখতে চেকপোস্ট বসানো হবে বলে জানানো হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় ঈদগাহ্, কালেক্টরেট ঈদগাহ্ মাঠসহ অন্যান্য ঈদগাহ্ মাঠ সুসজ্জিতকরণ করা হয়েছে। এছাড়াও জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ ও কালেক্টরেট ঈদগাহ্ মাঠে আয়োজিত জামায়াতের সাথে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, প্রতি বছরের ন্যায় এবার ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।