নিজস্ব প্রতিবেদন: ইতালির ভেনিসে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস নিচে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। যার মধ্যে রয়েছে দুই শিশুও। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
জানা গেছে, হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। খবর বিবিসির।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে ভেনিসের সঙ্গে যুক্ত হওয়া সেতুর কাছে বাসটি ফ্লাইওভারের রেলিঙ ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর পরই বাসটিতে আগুন ধরে যায়। মেস্ত্রে জেলার রেলপথের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।
এদিকে, ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, ভেনিসে একটি বড় দুঃখজনক ঘটনা ঘটেছে। এটি খুবই মার্মান্তিক। কোনোভাবেই তা ভাষায় বর্ণনা করা যাবে না।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, বিষয়টিতে তিনি নজর রাখছেন। এই ঘটনায় তিনি শোকও প্রকাশ করেছেন।