মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। দ্র্রব্য মুল্যের উর্ধ্বগতি ও আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এখন থেকেই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং আগামীতেও দেখবেন, এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী’র নেতৃত্বে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখা গেছে।
এসময় তিনি জরিমানা আদায়ের সাথে সাথে ব্যবসায়ীদের কি করনীয়, সে সম্পর্কে পরামর্শ মূলক সতর্ক করে দেন।
এর আগে গত ২৬ ফেব্রæয়ারী ভোক্তা অধিকার অধিদপ্তরের নেতৃত্বে বাজারের বেশ কিছু দোকানে অভিযান পরিচালিত হয়।
প্রতিদিন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পন্য ক্রয় করতে করতে এলাকার মানুষ প্রতিনিয়ত ঠকছেন।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির এই বাজারে উপজেলার সর্বত্র নিয়মিত বাজার মনিটরিং হবে এমন প্রত্যাশা সকলের, এক্ষেত্রে মনিটরিংয়ের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।