বাগেরহাট প্রতিনিধি,শামীম আহসান মল্লিক: বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়া খাতুনের সাথে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদা আখতারের অশোভন আচারনের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্কুল চলাকালীন সময়ে অফিস কক্ষে অভিভাবকের সামনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
প্রধান শিক্ষক সুফিয়া খাতুন দৈনন্দিন কাজের মত অফিস কক্ষে বসে কাজ করছিলেন
এ সময় বিদ্যালয়ের অফিস কক্ষে সহকারী শিক্ষক মাকসুদা আখতার প্রবেশ করে কক্ষ লাগিয়ে দিয়ে উত্তেজিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়া খাতুনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন,এ বিষয়ে প্রধান শিক্ষক বাদী হয়ে ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
সফিয়া খাতুন অভিযোগে আরো উল্লেখ করেন তিনি ২০২২ সালের নভেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন,দায়িত্ব পাওয়ার পর থেকে সহকারী শিক্ষক মাকসুদা বিভিন্নভাবে তার সাথে নির্যাতন ও তাঁর সাথে অসদাচরণ করে আসছেন।
এ বিষয়ে অভিযুক্ত মাকসুদা আক্তারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ব্যাস্ততা দেখিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান,একপর্যায়ে তিনি বলেন,ওইদিন প্রধান শিক্ষকের সাথে কথা-কাটাকাটি হয়েছে বলে স্বীকার করেন। কিন্তু জুতা নিক্ষেপের কথা এরিয়ে জান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,অভিযোগটি তিনি পেয়েছেন,এবং তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবেন বলে জানান।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষনিকভাবে অভিযোগটি প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরন করে তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যাবস্হা গ্রহন করার জন্য বলা হয়েছে।