নেত্রকোনা থেকে সুলতান আহমেদ ঃ নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ট্রাকটি আটক করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে নেত্রকোনা থানায় মামলা হয়েছে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ট্রাকের সাথে থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়। ট্রাকভর্তি চিনি আটক করলেও চালকসহ জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করতে পারেনি পুলিশ।
পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা দুর্গাপুর দিয়ে দীর্ঘদিন যাবত ভারতীয় চিনি অবৈধ পথে বাংলাদেশে আসছিল। চিনি পাচারকারীরা রাজনৈতিক, পুলিশসহ বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে তাদের ব্যবসা চালিয়ে অবাধে চালিয়ে আসছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর চোরাচালান কিছুটা কমে যাওয়ায় তার পরও চোরাচালান চক্র এখনও স্বক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে।
কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। শুক্রবার ভারতের মেঘালয় হয়ে চোরাই পথে কলমাকান্দা দিয়ে ময়মনসিংহের আটারবাড়ির দিকে যাচ্ছিল চিনি বোঝাই ট্রাক। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় নেত্রকোনা থানার পুলিশ শুক্রবার ভোরে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ফেলে যাওয়া ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
পুলিশ ওই ট্রাক থেকে প্রায় ২৮০ বস্তা চিনি জব্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করতে পারেনি। এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পুলিশ জানান ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগীতায় ট্রাকটি আটক করা হয়। পরে ওই ট্রাক থেকে ২৮০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।