নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। স্পিন তীর্থে পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের তোপে ৩৫ রানে ৪ উইকেট হারায় তারা। জুটির আভাস দিলেও ৭১ রানে পড়ে পঞ্চম উইকেট। ওই বিপর্যয় কাটিয়ে মোহাম্মদ নবী ও হাসমতউল্লাহ শাহেদির ব্যাটে ২৩৫ রান করেছে আফগানিস্তান। ২ বল থাকতে অলআউট হয়েছে।
আফগানদের ব্যাটিং লাইনআপে প্রথম ধাক্কা দেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিনি ৫ রান করা ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে উইকেটের ক্যাচে পরিণত করেন। অষ্টম ওভারে আক্রমণে এসে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান তুলে নেন ২ রান করা রহমত শাহকে। পরের ওভারে আরও দুই ধাক্কা দেন তিনি। ২১ রান করা ওপেনার সাদেকুল্লাহ আতালকে সাজঘরে ফেরেন। আজমতুল্লাহ ওমরজাই খুলতে পারেননি রানের খাতা।
এরপর অধিনায়ক হাসমতউল্লাহর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করা গুলবাদিন নাঈবকে আউট করে আফগানদের ব্যাটিং অর্ডারের পাখা ছেঁটে দেন তাসকিন। ওই বিপর্যয় থেকে ১০৪ রানের জুটি গড়েন হাসমত ও মোহাম্মদ নবী। অধিনায়ক হাসমত ৯২ বলে ৫২ রান করে ফিরলেও অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান নবী।
সাবেক অধিনায়ক ও আফগান ক্রিকেটের প্রথম তারকা নবী খেলেন ৭৯ বলে ৮৪ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও চারটি চারের শট আসে। এছাড়া নাঙ্গেয়ালিয়া করোটি ২৮ বলে ২৭ রান যোগ করেন।
অলআউট হওয়া আফগানদের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এর মধ্যে কাটারে ধার ফেরা মুস্তাফিজ ১০ ওভারে ৫৮ ও তাসকিন আহমেদ ১০ ওভারে ৫৩ রান দিয়ে চারটি করে উইকেট নিয়েছেন। এক উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। শেষ ব্যাটার ফজলহক ফারুকি রান আউট হয়েছেন। স্পিনার মেহেদী মিরাজ উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ৩০ রান দেন। তবে সুবিধা করতে পারেননি লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ৮ ওভারে ৪৪ রান দেন।