নিজস্ব প্রতিবেদক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ হাত দিয়ে ধরার জন্য ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। ইউরোপের দেশটির ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেন। তবে তিনি গাজার শিশুদের অস্ত্র বহন করার কোনও প্রমাণ দিতে পারেননি।
বৈঠকে গোপনে রেকর্ড করা ভিডিও ফাঁস হওয়ায় এই তথ্য জানা যায়।
দখলদার ইসরায়েলের এই রাষ্ট্রদূতের এমন মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে অনেকেই নিন্দা জানিয়েছেন।
গত ২৩ মার্চ এক প্রতিবেদনে প্যালেস্টাইন ক্রোনিকলস জানিয়েছে, গত ১৮ মার্চ ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দুদিন পর ভিডিওটি রেকর্ড করা হয়। ইসরায়েলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উড়িয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে।
তিনি বলেছেন, ‘আপনি বিশ্বাস করছেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে, যা সঠিক নয়। ’ জাতিসংঘের শিশু-বিষয়ক তহবিল (ইউনিসেফ)- এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে। তবে বর্তমানে ইসরায়েলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।
সূত্র : প্রেস টিভি।