নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে তিন দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে ৬ উপজেলার ৩৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটির উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন প্রমুখ।