মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩ এর আজকের খেলার ফলাফল: আজকের ১ম খেলায় সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা- ৪ উইকেটে সানরাইজ স্পোটিং ক্লাব কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ স্পোটিং ক্লাব- ১৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ৯৩ রান করে। জবাবে সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা- ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে মোট ৯৬ রান করে।
মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: সাঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা- রংঙ্গন- ৩.৪ ওভারে, ১০ রান দিয়ে, ৪ উইকেট নেন।
ক্রেষ্ট প্রদান করেন: সংস্থার নির্বাহী সদস্য, জনাব বেনজির আহম্মেদ।
আজকের ২য় খেলায় যুব সংসদ- ৩ উইকেটে টেবিল টেনিস সংস্থা কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে টেবিল টেনিস সংস্থা- ১৯.৪ ওভারে- ১০ উইকেট হারিয়ে মোট- ১৩২ রান করে। জবাবে যুব সংসদ- ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট- ১৩৬ রান করে।
মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: যুব সংসদ- উদয়- ৫০ রান, ৩৫ বলে ও ৩ ওভারে, ১৪ রান দিয়ে, ১ উইকেট নেন।
ক্রেষ্ট প্রদান করেন: জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা, সাধারণ সম্পাদক, জনাব এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।