মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ শিক্ষা শান্তি প্রগতি-পতাকাবাহী সংগঠন বংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দুুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। রবিবার বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ন সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মামুন আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের মাষ্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা সেলিম মোর্শেদ মানিক সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।