জয়যাত্রা ডেক্স : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফর শেষে কিশোরগঞ্জ থেকে ঢাকায় বঙ্গভবনে ফিরেছেন।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে সোয়া ৫টার পর কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে, এদিন বিকেলে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি বলেন, শুধু শিক্ষা বা সার্টিফিকেট দেওয়ার জন্য নয় বরং শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে যাতে তারা বিকশিত হতে পারেন।
তিনি বলেন, শুধু শিক্ষার জন্য শিক্ষা বা সার্টিফিকেট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন না। মনে রাখবেন শুধু জ্ঞান দান শিক্ষার উপজীব্য হতে পারে না।
এরআগে গত মাসের ২৭ তারিখ পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যান রাষ্ট্রপতি। তিনি নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা সফর করেন।