শামীম রেজা ডাফরুল,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাসা থেকে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ্ ।
আজ শনিবার (৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বর্ধনকুঠির মহিমাগঞ্জ রোডের আশা অফিস সংলগ্ন একটি বাসা থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রবি সীম কোম্পানীতে কর্মরত মিঠুন সরকার (২৪) নামে এক ব্যক্তি ওই বাসায় ভাড়া থাকত। সে জয়পুরহাট জেলা সদরে পূর্ব পেচুলিয়া গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে।
আজ দুপুরে ওই বাসার ভিতর থেকে দূর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা ভিতরে প্রবেশ করে দেখতে পায় একটি অর্ধগলিত লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরন করা হয়েছে।