নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহ।
রোববার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে তারিখ ধার্য করেছেন।
Risingbd Online Bangla News Portal
হোম
আইন ও অপরাধ
শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৫২, ৩০ এপ্রিল ২০২৩
FacebookWhatsAppMessengerCopy Link
শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
শাকিব খান। ছবি: ফেসবুক
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহ।
রোববার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে তারিখ ধার্য করেছেন।
গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
গত ১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে রহমত উল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। তবে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।
এর আগে গত ২৩ মার্চ চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। এরপর ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শাকিব খান। মামলার অভিযোগের বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।