নিজস্ব প্রতিবেদক : লাইন পরিবর্তনের সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (৫ মে) দুপুর ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আহসান ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।