নিজস্ব প্রতিবেদক : বিএনপির সরকার পতনের আন্দোলন ঘূর্ণিঝড় মোখার মতোই পাশ কাটিয়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘মোখা যেমন পাশ কাটিয়ে চলে গেছে বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যায়। তারা এখন বিভিন্ন কর্মসূচি দিচ্ছে দিক।’
অতি প্রবল ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলের পাশ ঘেঁষে রোববার মিয়ানমারে আছড়ে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়।
এদিন তথ্যমন্ত্রী কূটনীতিকদের নিরাপত্তার বিষয় নিয়েও কথা বলেন।
তিনি বলেন, সমস্ত কূটনীতিককেই নিরাপত্তা দেয়া হয়। কিন্তু দেশে জঙ্গি আক্রমণের কারণে কিছু বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। কিন্তু জঙ্গিবাদের সেই পরিস্থিতি দেশে নেই। তাই বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।
‘কিন্তু তারপরও কেউ যদি চায় তাহলে তাকে সেই সুবিধা নিতে হবে অর্থের বিনিময়ে।’
দেশের প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিকের মডেলের বৈশ্বিক স্বীকৃতি নিয়েও কথা বলেন হাছান মাহমুদ।
কমিউনিটি ক্লিনিক ‘কনসেপ্ট’ জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘে প্রথমবারের মতো মঙ্গলবার বাংলাদেশের কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজল্যুশন সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।