মো.নজরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রনাধীন জেলা শহরের পুরাতন বাজার ব্যবস্থাপনা এবং আগামী ৮ জুলাই শনিবারে পুরাতন বাজার ব্যবসায়িদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদারের সঞ্চালনায় নবগঠিত এডহক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সর্দার মো. আসাদুজ্জামান হাসু, সদস্য সচিব দীপক কুমার পাল, কার্যকরী সদস্য ৯নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হুমায়ন কবির স্বপন, ব্যবসায়ি আব্দুল ওয়াহেদ ও তপন কুমার সাহা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ সর্দার শাহীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা খানম মিতা, মমতা বেগম, ব্যবসায়ি ওমর ফারুক রুবেল, দীপক কুমার পাল, আরিফ মিয়া রিজু, শৈলেন প্রামানিক, শাহিনুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় ব্যবসায়ি প্রতিনিধিবৃন্দ বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও অল্প সময়ের মধ্যে পুরাতন বাজার কমিটির সাধারণ নির্বাচনের পরিবেশ তৈরী করণের উদ্যোগ গ্রহণ এবং ঐতিহ্যবাহি জেলা শহরের এই বাজারটি বহুতল ভবন বিশিষ্ট বাজার নির্মাণের দাবি করেন।