শামীম রেজা ডাফরুল গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহরগছি আদর্শ ডিগ্রি কলেজে নব-নির্মিত শহীদ মিনার ও কলেজ সড়কের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
এ সময় সংসদ সদস্য’র পত্নি ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বেগম নার্গিস সুলতানা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, উপাধ্যক্ষ এস,এম রফিকুল ইসলাম, বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাজু কামালসহ এলাকা সূধীজন উপস্থিত ছিলেন ।