নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো দায়িত্বে থাকবে না। সে সময় ইসির অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১০ লাখ সদস্য রয়েছে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আয়োজনে বাহিনী প্রস্তুত আছে।
আজ রোববার সচিবালয়ে ইলেকশন মনিটরিং ফোরাম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন ঘিরে সহিংসতা করতে চাইলে তা প্রতিরোধ করার সক্ষমতা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
‘যারা সহিংসতা করেছে, বাসে আগুন দিয়েছে এদের অনেককে আটক করা হয়েছে। ৭শ’ বেশি গ্রেপ্তার করা হয়েছে’, জানান স্বারাষ্ট্রমন্ত্রী।
ভিসা নীতি সরকারের কাছে মুখ্য নয় আইনশৃঙ্খলা রক্ষা করা মুখ্য বলে মন্তব্য করেন স্বারাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, গয়েশ্বর ও আমান অসুস্থ হয়ে পরেছিল, রাস্তায় পরে গিয়েছিলেন। তাদের চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। গ্রেপ্তার করা হয়নি।
‘নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করা যায়’, যোগ করেন স্বারাষ্ট্রমন্ত্রী।