নেত্রকোনা থেকে সুলতান আহমেদ ঃ নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের দুটি ইউনিয়নে উপ-নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
গতকাল মঙ্গলবার নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে ইউনিয়ন গুলোর মধ্যে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন রৌহা ইউনিয়ন শফিকুল ইসলাম বাতেন, মোঃ মুখলেছুর রহমান, ফরিদা ইয়াসমিন, হাজী মোঃ আব্দুল হাই ও সিংহের বাংলা ইউনিয়নের প্রার্থীরা হলেন মোঃ হাবিবুল মোস্তফা সবুজ, মোঃ আবুল হারেছ, আসমা সুলতানা, আরিফ খান, মোঃ খায়রুল ইসলাম, মোফাক্কারুল হুসেন (মিলন) এই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৫ ফেব্রæয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২২ ফেব্রæয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৩ ফেব্রæয়ারী প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন ও পরদিন ৯ অক্টোবর রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করায় এই দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।