শামীম রেজা ডাফরুল,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার বিভিন্ন মোড়ে মোড়ে ও অলি-গলিতে চলমান তীব্র শীতে কষ্ট পাওয়া শীতার্ত রিক্সা-চালক ও ছিন্নমূল মানুষের পাশে কম্বল দিয়ে উষ্ণতার পরশ বিলিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার থানা চারমাথা, রাজমতির মোড়, উপজেলা গেট সহ একাধিক মোড়ে ও গলিতে নিজ হাতে শীতার্ত রিক্সাচালকদের মাঝে ত্রাণ মন্ত্রণালয়ের কম্বল বিতরণ করেন।
এসময় রাস্তার পাশে ও বিভিন্ন মোড়ে অবস্থান করা ছিন্নমূল বয়স্কদের শরীরে কম্বল জড়িয়ে দেন। নব নির্বাচিত এমপিকে কাছে পেয়ে এসময় অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং দু’হাত তুলে এ এমপির দীর্ঘায়ু কামনা করেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, কাউন্সিলর রিমন তালুকদার, আনারুল ইসলাম আন্টু, তালুককানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি প্রমুখ।